Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে কুসুম্বা ইউনিয়ন পরিষদ

কুসুম্বা ইউনিয়ন পরিষদের অবস্থান

 

 কুসুম্বা ইউনিয়ন ধুরইল মৌজায় খামারপাড়া  গ্রামে অবস্থিত।পো: কুসুম্বা উপজেলা: পাঁচবিবি জেলা: জয়পুরহাট কুসুম্বা ইউনিয়নের পূর্বে আওলাই ইউনিয়ন, পশ্চিমে বালিঘাটা ইউনিয়ন, উত্তরে আটাপুর ইউনিয়ন ও মোহাম্মদপুর ইউনিয়ন এবং দক্ষিনে আমদই ওপুরানাপৈল ইউনিয়ন।

ক) নাম –৭নং কুসুম্বা  ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ১৭৩৫(বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা – ৩১,৯৪৬জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা –৬০টি।

ঙ) মৌজার সংখ্যা – ৩৫টি।

চ) হাট/বাজার সংখ্যা -২ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – বাস/সিএনজি/রিক্সা/ অটো রিক্সা ।

জ) শিক্ষার হার – ৩৪.৪৫%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৭টি,

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৬টি,     

    উচ্চ বিদ্যালয়ঃ ৩ টি,

নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ৩টি।

    সিনিয়র মাদ্রাসা-১ টি।

দখিল মাদ্রাসা- ৭টি

হাফেজিয়া মাদ্রাসা –৯টি

এবতেদায়ী মাদ্রাসা-৬টি

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –মো আব্দুল গফুর মন্ডল  

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- নাই।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।

ঠ) ইউপি ভবন(নতুন) স্থাপন কাল  – ২২/০৫/২০০৭ ইং।

ড) নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ – ০৯/০৮/২০১১ ইং

                                    ২) প্রথম সভার তারিখ –১৪/০৮/২০১১ ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ১৪/০৮ /২০১৬ইং

ঢ) গ্রাম সমূহের নাম –

লাটপাড়া,ধুরইল,দক্ষিনধুরইল,দহতপুর, নয়াপাড়া,ফিচকা,খামারপাড়া,সাড়ারপাড়া,মঠপাড়া,কদমপুকুর কাশিয়াবাড়ী,পীরপাল,খুলুঘাটা,জয়হার, আবারপাড়া. বৃদ্দিগ্রাম কাটাপুকুর হরেন্দা তেলিহার শিধইল জাম্বুবান শিধইল তেলিহার জাম্বুবান হাবিবপুর বৃন্দাবনপুর কাশড়া কাশিয়াচাপড় গোবিন্দপুর জোড়া বাশখুর চকঘোশাল রহবল রহমতপুর বড় পুকুরিয়া নারায়নপুর কুয়াতপুর সোনাকুল নয়াপাড়া আন্দলগাও কুসুম্বা চিকনমাটিয়া রুনিহালী গোহারা শালাইপুর ছালাখুর পুকুরপাড়া ঢাকারপাড়া পচুইন। 

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

              ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০জন।

  1.